১৪ই জানুয়ারি, বাঙালির পৌষ সংক্রান্তি! কিন্তু ভারতের বিভিন্ন জায়গাতে এই উৎসব ভিন্ন নামে পরিচিত জানেন?

Image source : X

১৪ই জানুয়ারি, বাঙালির পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, বাংলা পৌষ মাসের শেষ দিনটিতে এই বিশেষ উৎসব পালন হয়। এই দিনে আমরা বাঙালিরা বিভিন্নভাবে পালন করে থাকি, নদীতে সূর্যপূজা করি, ঘুড়ি উড়াই, পিঠে খাই এবং কোথাও কোথাও পৌষ মেলা হয় যা বাঙালিদের উৎসবের মধ্যে মুড়ে রাখে। তবে কি শুধু বাংলা তেই এই উৎসব পালন হয়?? একদমই নয়। বাংলা সহ সহ গোটা ভারতে এখন উৎসবের সময়।

এই উৎসব ভারতের বিভিন্ন রাজ্যে পালন হয় এবং পাশাপাশি এই উৎসব অন্যান্য নামে অথবা একই শ্রেণীর উৎসব পালন হয়। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে এটা একটা বিশেষ উৎসবের দিন। ‘মকর সংক্রান্তি’ শব্দটির অর্থ হলো সূর্য নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে। ‘সংক্রান্তি’ শব্দ সূর্যকে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বলা হয়ে থাকে। এই দিনে বাঙালির বিশেষ খাবার বলতে পিঠে পুলি। যদিও পৌষ সংক্রান্তির আগের দিন বাঙালিদের বাড়িতে বাড়িতে পিঠে খাওয়ার চল রয়েছে।

এবার চলুন জেনে নিই ভারতের কোন রাজ্যে এই উৎসব কি নামে পরিচিত।

১) আসামে এইসময় ‘মাঘ বিহু’ উৎসব হয়ে থাকে।

২) কেরালাতে ‘মকর সংক্রান্তি’ নামে পরিচিত।

৩) হিমাচল প্রদেশের কথা বললে এই সময় ‘মাঘি সাজি’ হয়ে থাকে।

৪) জম্মু কাশ্মীরে এই সময় হয় ‘মাঘি সংগ্রান্ড’

৫) পাঞ্জাবে ‘লোহাড়ি’ নামে পরিচিত।

৬) হরিয়ানাতে ‘সক্রাত’ নামে পরিচিত।

৭) রাজস্থানেও ‘সক্রাত’ নামে পরিচিত।

৮) মধ্য ভারতে ‘সুকরাত’ হিসেবে পরিচিত।

৯) গুজরাটে ‘উত্তরয়ন’ নামে পরিচিত।

১০) তামিলনাড়ুতে ‘পোঙ্গল’ নামে পরিচিত।

১১) উত্তরপ্রদেশে ‘ঘুঘুটি’ নামে পরিচিত।

১২) উত্তরাখন্ডে ‘ঘুঘুটি’ নামে পরিচিত।

১৩) বিহারে ‘দহী চূড়া’ নামে পরিচিত।

১৪) ওড়িশাতে ‘মকর সংক্রান্তি’ বলা হয়, পাশাপাশি রয়েছে  ১৫) মহারাষ্ট্র, ১৬) কর্ণাটক ও ১৭) গোয়া এখানেও এই একই নামে পরিচিত।

১৮) অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে সহজে সংক্রান্তি বলা হয়ে থাকে।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বললে, এই দিনটি খুব শুভ, পবিত্র। তাই আজকের দিনে যদি গঙ্গা স্নান, দান কর্ম ও উপবাস করা হয় তাহলে তা অনেক পুন্য নিয়ে আসে মানুষের জীবনে। তাহলে এর থেকে বোঝা যায় এটা আমাদের সংস্কৃতিতে এক বিশেষ উল্লেখযোগ্য উৎসব।

মকর সংক্রান্তির এই পবিত্র দিনটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে তাই এইদিনে সকলে গঙ্গা, যমুনা, গোদাবরি, কৃষ্ণ ও কাবেরীর মতো নদীতে স্নান করে থাকেন। ভারতের বেশিরভাগ অঞ্চলে এইসময় শস্য তোলার সময়, যখন মাঠের বেশিভাগ কাজ সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে।

বাঙালির পৌষ সংক্রান্তি :

আমাদের বাঙালিদের কথা বললে এই সময় বাড়িতে বাড়িতে পিঠে খাওয়া একদম সাধারণ ব্যাপার। ছোট ছোট বাচ্ছারা এই সময় ঘুড়ি নিয়ে চারিদিকে ছোটাছুটি করে সকাল থেকে। তারপর দুপুরে নদীতে স্নান করা সূর্যোদবকে প্রণাম করা হলো এই অনুষ্ঠানের অংশ। বিভিন্ন গ্রামে গ্রামে এইসময় নানান মেলা হয়ে থাকে সাথে নৃত্য অনুষ্ঠান, সংগীত অনুষ্ঠান হয়। এই বিশেষ দিনটি বাড়ি বাচ্ছা ছেলেরা ঘুড়ি উড়িয়ে কাটিয়ে থাকে, সারাদিন ঘুড়ি ঘুরিতে কাটাকাটি করা তারপর কেটে যাওয়ার ঘুড়ির দিকে ছুটে যাওয়ার ধরবার জন্য, এই সব ভাবে আমাদের ছেলেবেলা চোখের সামনে ভেসে ওঠে।

মোটকথায় এইসময় গোটা দেশজুড়ে উৎসবের সময়। সবমিলিয়ে সব জায়গাতে নানান নানান ভাবে অনুষ্ঠিত হয় এই উৎসব, এই উৎসবের বিশেষ বিশেষ অনুষ্ঠান গুলির অন্যতম হলো, রঙিন সাজসজ্জা, ঘুড়ি উড়ানো, গঙ্গাডুব, সূর্যপূজা, বিভিন্ন মেলা, বনফায়ার এবং বাঙালিদের কথা বললে পিঠে খাওয়ার চল তো দারুন ভাবে রয়েছে। ভিন্ন

সংস্কৃতিতে মোড়া এই ভারত যেন এই উৎসবের সময় একইসাথে মিলিত হয়।

আপনি এইসময় কিভাবে কাটিয়ে থাকেন তা আমাদের জানাতে ভুলবেন না। আরও এমন নতুন নতুন আপডেট পেতে আমাদের ফলো করে রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top